সাবেক চিফ হুইপ এবং মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
সাইদ হায়দার বলেন, ‘অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। স্যার, দেশবাসী এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের সবার কাছে দোয়া চেয়েছেন।’
উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা উনাকে সিএমএইচে স্থানান্তর করবো।’
উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গত রোববার (১৪ জুন) গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, রোববার উপাধ্যক্ষ শহীদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দেননি।
এর আগে গত ২৭ মে সাংসদের পিএস আহাদ মো. সাঈদ হায়দারের নমুনা পরীক্ষায়ও করোনাভাইরাস পজেটিভ আসে। তবে পরপর তিনটি রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ।
প্রসঙ্গত, করোনাভাইরাসে ইতিমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
Leave a Reply