শংকর মল্লিক
পৃথিবীর আজ গভীর অসুখ। পৃথিবীর মানুষ আজ ভীষণ অসুখী। একরকম এক প্রতিকূল প্রতিবেশে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৯ তম জন্মদিন।
করোনা ভাইরাস নামক এক অদৃশ্য দৈত্যের আক্রমণে ” লকডাউন ” নামের এক অদ্ভূত শব্দবন্ধের দ্বারা আমরা গৃহাবদ্ধ হয়ে পড়েছি। প্রকৃতি ধ্বংসকারী সভ্যতাবিমুখ,প্রগতিবিমুখ,ন্যায়বিমুখ,দাম্ভিক অদূরদর্শী ক্ষমতার অন্ধদাপটের মধ্যে নাভিশ্বাস উঠছে পৃথিবীর মানুষের। বীভৎস আর বিকৃত প্রতিযোগিতা চলছে ভোগবাদী জীবনের, লাভের, লোভের, ক্ষমতার, আত্মম্ভরিতার আর কুৎসিত আত্মপ্রচারের। ভাইরাস আর জীবাণু নিয়ে চলছে হীন ও কপট তথাকথিত রাজনীতি। মানব হত্যা এবং পীড়নের এই মহামারী সমগ্র পৃথিবীর দিগন্ত থেকে দিগন্তে, পাহাড়ের চূড়ায়, সমতলের সুবিস্তৃত বক্ষতলে, মরুভূমির উত্তপ্ত বালুর প্রান্তরের বাতাস কলুষিত করে দিয়েছে। এক অদ্ভূত যন্ত্রণাময় সময়ের মুখোমুখি আমরা। ক্ষুধার্ত, নিরন্ন, বিপন্ন, বিমূঢ় এমনকি মৃত্যুপথযাত্রী স্বজনের কাছে গিয়ে তাকে স্পর্শ করতে পারছি না। পৃথিবীর মানুষ এর আগে এতটা বিপন্নবোধ করেছে কখনো ? এরকম বিচ্ছিন্ন হওয়ার উপদেশ শুনেছে কখনো ?
এই গভীর মানবিক সংকট ও বিপর্যয়ের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে অতীতের মতো রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন – সত্য, আনন্দ আর মঙ্গল এর শরণে মুক্তির পথসন্ধান করবো আমরা। রবীন্দ্রনাথ বলেছেন, ” প্রকৃতির নিয়মসীমায় যে সহজ স্বাস্থ্য ও আরোগ্যতত্ত্ব আছে তাকে উপেক্ষা করেও কী করে মানুষ স্বরচিত প্রকাণ্ড জটিলতার মধ্যে কৃত্রিম প্রণালীতে জীবনযাত্রায় সামঞ্জস্য রক্ষা করতে পারে এই হয়েছে আধুনিক সভ্যতার দুরূহ সমস্যা। মানবসভ্যতার প্রধান জীবনীশক্তি তার সামাজিক শ্রেয়োবুদ্ধি, যার প্রেরণায় পরস্পরের জন্যে পরস্পর আপন প্রবৃত্তিকে সংহত করে। যখন লোভের বিষয়টা কোনো কারণে অত্যুগ্র হয়ে ওঠে তখন ব্যক্তিগত প্রতিযোগিতায় অসাম্য সৃষ্টি করতে থাকে। এই অসাম্যকে ঠেকাতে পারে মানুষের মৈত্রীবোধ, তার শ্রেয়বুদ্ধি। “
” সভ্যতার সংকট ” প্রবন্ধে কবি লিখেছেন , ” আশা করবো, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। “
পৃথিবীর এই গভীর সংকট থেকে সকল মানুষ মুক্তি পাক। সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন।
লেখক- সহযোগি অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি বি এল কলেজ, খুলনা।
Leave a Reply