ওবায়দুল কবির(সম্রাট):কয়রা :
কয়রায় করোনা- সরকারের জারিকৃত বিজ্ঞপ্তি অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলা বিভিন্ন স্থানে ৮ প্রতিষ্ঠানকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায়
২৯ হাজার সাতশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করোনার ভয়াবহতা সম্পর্কে জনসাধারনকে সচেতন করেন এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য বিধি অনুযায়ী নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান। জনস্বার্থে এই অভিযান অব্যাহতভাবে চলবে জানিয়েছেন ।
উপজেলা সককারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই আলম সিদ্দিকি জানান,করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জরুরি সেবার দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অথচ সেই নির্দেশনা অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলা রাখেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্যকারী ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা জানান,বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে গুটিকয়েক আইন অমান্যকারীকে ছাড় দেওয়া হবে না।করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী,সাধারণ মানুষকে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে।
এসময় সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply