ওবায়দুল কবির সম্রাট:কয়রা :
পবিত্র রমজান উপলক্ষে খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু করোনা পরিস্থিতির কারনে কয়রা -পাইকগাছার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২শ’ মসজিদের প্রায় ৪শ’ জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। সাংসদ বাবুর ব্যক্তিগত তহবিল থেকে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয় । সাংসদ বাবুর থেকে পক্ষ থেকে কয়রা-পাইকগাছা উপজেলার ছাত্রলীগের নেতা কর্মীর নেতৃত্বে তাদের বাড়িতে উপহার সামগ্রী পৌছে দেন। খুলনা ০৬ সংসদ সদস্য মুঠো ফোনে জানান,দেশের এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করে,দলমত নির্বিশেষে সবাইকে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। বিশেষ করে মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদ , আর মসজিদের ইমাম হলেন আমাদের মুসলিম সামাজের একজন র্ধমীয় নেতা স্বরুপ,পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো থেকে শুরু করে একটি সমাজে যখন একজন মুসলমন মারা যান তার জানাজা, ফাতেহা,দাফন , কবর জেয়ারত ইত্যাদি ইমামের সহায়তায় সম্মন্ন হয়, ঈদ, কোরবান, রমজানে ইত্যাদি বড় র্ধমীয় অনুষ্ঠান পরিচালনায় ইমামের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইমাম-মুয়াজ্জিন আমাদের সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায়, মানুষকে সচেতন করতে এবং ধর্মীয়ভাবে আমাদেরকে দক্ষ ও যোগ্য হতে সব সময় সহযোগিতা করেন। একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ইমামের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের কারনে তাদেরও দৈনন্দিন জীবনে কষ্ট করে চলতে হচ্ছে। যার কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে তাদের কাছে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।তিনি আরও বলন, এই সংকটময় পরিস্থিতে মানবিক দৃষ্টি কোণ থেকে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, ইতিপূর্বে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কয়রা -পাইকগাছার ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ১০ হাজার পরিবারের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে ও হতদরিদ্রদের মাঝে কন্টোল রুমের মাধ্যমে খাদ্য বিতরন অব্যাহত রয়েছে । এছাড়া রমজান মাসে অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply