ডেস্ক রিপোট
দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন। আর মারা গেছে ১০ জন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ জন। আর এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১৫৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৯ জন।
আজ বুধবার (১৬ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিং এ তথ্য জানান হয়।আইইডিসিআরের তথ্য মতে জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৫৪৬, নারায়ণগঞ্জ ২১৪, গাজীপুর ৫৩, চিটাগাং ৩১, নরসিংদী ২৮, মাদারীপুর ১৯, চট্টগ্রাম ২০, মুন্সিগঞ্জ ২১, কিশোরগঞ্জ ১৭, কুমিল্লা ১৪,গাইবান্দা ১২, জামালপুর১২, বরিশাল ১০, গোপালগঞ্জ ৯, টাঙ্গাইল ৯, ব্রাহ্মণবাড়িয়া ৮, দিনাজপূর ৭, ময়মনসিংহ ৭, চাদপূর ৬, নীলফামারি ৬, রাজবাড়ী ৬, মানিকগঞ্জ ৫, শরিয়াতপূর ৫, বরগুনা ৪, নেত্রকোনা ৪, পিরোজপুর ৪, রাজশাহী ৪, ঝালকাঠি ৩, শেরপুর ৩, ঠাকুরগাঁও ৩, ফরিদপুর ২, কুড়িগ্রাম ২, লালমনিরহাট ২, পটুয়াখালী ২,লালমনিরহাট ২ রংপুর ২ , মৌলভীবাজার ২,হবিগঞ্জ ২, চুয়াডাঙ্গা ১, খুলনা ১, লক্ষিপুর১ , যশোর ১, নড়াইল ১, নোয়াখালি ১, কক্সবাজার ১, সিলেট ১, সুনামগঞ্জ ১, বাগেরহাট ১।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
Leave a Reply